WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 5 || WBP Constable GK Questions Answers Part 6

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 5 || WBP Constable GK Questions Answers Part 6

WBP Constable GK Questions Answers Part 6

WBP Constable GK Questions Answers Part 6:আজ গুরুত্বপূর্ণ ২৫টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 6 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

1. তামাসা নামক লোকনৃত্য কোন রাজ্যে দেখা যায়?:- মহারাষ্ট্র।

2. জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন বিষয়ে?:- সাহিত্য।

3. গামা রশ্মি কে আবিষ্কার করেন?:- পল ভিলার্ভ।

4. আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত?:- সুইজারল্যান্ড।

5. পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ুধারণ ক্ষমতা কত?:- ছয় লিটার।

6. পাখি সম্পর্কে পড়াশোনাকে কি বলে?:- অর্নিথোলজি।

7. অনুচক্রিকার প্রধান কাজ কি?:- রক্ত জমাট বাঁধা।

8. সংসদের জিরো আওয়ার ব্যবস্থাটি কোন বছর গ্রহণ করা হয়?:- ১৯৬২ সালে।

9. কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা বা টোডস্কিন রোগ হয়?:- ভিটামিন-A.

10. জাকার্তা কোন দেশের রাজধানী?:- ইন্দোনেশিয়া।

11. বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?:- ৭ই এপ্রিল।

12. তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?:- উড়িষ্যা।

13. ইনভারে কোন কোন ধাতু থাকে?:- লোহা ও নিকেল।

14. লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয়?:- কাস্টিং ভোট।

15. ভারতে আয়কর চালু হয় কত সালে?:-১৮৬০ সালে।

16. স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী কে ছিলেন?:-জন মাথাই।

17. পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন?:-ইভি রামস্বামী।

18. কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত?:-নর্মদা।

19. কত টাকার নতুন নোট ‘রানী কি ভাব’ প্রতিকৃতি রয়েছে?:- ১০০ টাকা।

20. Press Information Burean-এর প্রিন্সিপাল ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?:-শেফালী বি. শরণ।

21. ভারত, মালদ্বীপ এবং কোন দেশের মধ্যে ‘Dosti-16’ নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হল?:- শ্রীলঙ্কা।

22. কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক “রিগনাই পচরা” GI Tag পেল?:-ত্রিপুরা।

23. Miami Open 2024- এ পুরুষ বিভাগের সিঙ্গেল টাইটেল জিতলেন কে?:- Jannik Sinner.

24. কোন সূত্রটি বলে যে শ্রীনগরের স্থপতি ছিল অশোক?:- কলহানের রাজতরঙ্গিনী।

25. কোন মুঘল সম্রাট বহু হিন্দি সুরকার হিসেবে স্বীকৃতি লাভ করেছেন?:- জাহাঙ্গীর।

 

 

Leave a comment