WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 8 || WBP Constable GK Questions Answers Part 8

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 8 || WBP Constable GK Questions Answers Part 8

WBP Constable GK Questions Answers Part 8:আজ গুরুত্বপূর্ণ ২৫টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 8 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

WBP Constable GK Questions Answers Part 8

IMPORTANT QUESTIONS ANSWERS 

1. বায়ুমণ্ডলের স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?:- আয়নোস্ফিয়ার থেকে।

2. একটি জৈব বর্জ্যের উদাহরণ দাও?:- ধানের খড়

3. ভারতে রেল বগি তৈরি হয় এমন একটি স্থানের নাম লেখ?:- পেরাম্বুর

4. যে সীমারেখার নিচে তুষার গলে জল হয় তাকে কি বলে?:- হিমরেখা

5. বৈপরীত্য উষ্ণতা সম্ভাব্য একটি রাজ্যের নাম কি?:- হিমাচল প্রদেশ

6. চীনের হোয়াংহো অববাহিকায় সৃষ্ট সমভূমিকে কি বলে?:- লোয়েস

7. বায়ুমন্ডলে সর্বাধিক পরিমাণে উপস্থিত গ্যাসীয় উপাদান কোনটি?:- নাইট্রোজেন

8. ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি?:- সিয়াচেন

9. ডিম ভর্তি ঝুড়ি ভূপ্রকৃতি তৈরি হয় কোন বাহ্যিক শক্তির প্রভাবে?:- হিমবাহের সঞ্চয় কার্যের ফলে।

10. ভারতের সাতপুরা কি প্রকৃতির পর্বত?:- স্তূপ পর্বত।

11. কোন মাটিতে জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম?:- মরু মাটিতে

12. ভারতের কোন ফসলের উপর সবুজ বিপ্লবের প্রভাব সর্বাধিক?:- গম

13. ভারতের কোন অংশে খালের মাধ্যমে জলসেচ সবচেয়ে বেশি?:- উত্তর ভারত

14. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে?:- পশ্চিমবঙ্গ

15. আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে?:- পশ্চিমবঙ্গ

16. ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমি সমতল হওয়ার প্রক্রিয়াকে কি বলে?:- পর্যায়ন

17. ছদ্ম রঙ্গে উপস্থিত চিত্রের স্বাভাবিক উদ্ভিদ কে কোন রং দ্বারা দেখানো হয়?:- ঘন লাল(Dark Red).

18. ভারতের কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক?:- পলি মৃত্তিকা।

19. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?:- আনাইমুদি

20. নদীর খাতে সৃষ্ট গর্তকে কি বলে?:- মন্থকূপ

21. ভারতে বিমান পরিবহনের সূচনা হয় কবে?:- ১৯১১ সালে, এলাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত ১০ কিমি গতিপথ।

22. ভারতের সর্ব বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থার নাম কি?:- Air India Ltd. যা গঠিত হয় ১৯৫৩ সালে।

23. ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে ওঠে?:- ১৮৩২ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।

24. ভারতের প্রথম বস্ত্র বয়ন শিল্প কোথায় গড়ে ওঠে?:-১৮৫৪ সালে বোম্বাইয়ে, Bombay Spinning and Weaving com.Ltd এর প্রচেষ্টায়।

25. Inland Waterways Authority of India কবে গঠিত হয়?:- ১৯৮৬ সালের ২৭ শে অক্টোবর।

 

 

 

 

 

 

Leave a comment