WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 9 || WBP Constable GK Questions Answers Part 9

WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর পার্ট 9 || WBP Constable GK Questions Answers Part 9

WBP কনস্WBP Constable GK Questions Answers Part 9

WBP Constable GK Questions Answers Part 9:আজ গুরুত্বপূর্ণ ২৫টি জিকে প্রশ্ন উত্তর এর পার্ট 9 আপনাদের সামনে তুলে ধরা হলো। যা WBP পরীক্ষার প্রস্তুতিকে অনেক টা এগিয়ে নিয়ে যাবে।

Important GK Questions Answers 

1. অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল?:- ১৯২০ সালে।

2. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন?:- মহাবীর।

3. ১৮৭৬ সালে ভারতসভা কে গঠন করেন?:- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

4. বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাস সর্বাধিক তার নাম কি?:-আর্গন

5. ভারতের সংবিধানে রাষ্ট্রের নির্দেশক নীতি সমূহ অনুপ্রাণিত হয়েছে কোন দেশের সংবিধান থেকে?:- আয়ারল্যান্ডের সংবিধান থেকে

6. ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে?:- আবুল কালাম আজাদ।

7. দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?:- সেক্সস্ট্যান্ট

8. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?:- বালগঙ্গাধর তিলক

9. ভারতের সর্বপ্রথম ই-পঞ্চায়েত কোন রাজ্যে শুরু হয়?:- অন্ধ্রপ্রদেশ

10. কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেসিয়া রোগ দেখা যায়?:- ভিটামিন-ডি

11. কোন আন্দোলন চলাকালীন গান্ধীজী “করেঙ্গে ইয়ে মরেঙ্গে” স্লোগান দিয়েছিলেন?:- ভারত ছাড়ো আন্দোলন।

12. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?:- এম ফাতিমা বিবি।

13. “ভানুসিংহ” কার ছদ্মনাম?:- রবীন্দ্রনাথ ঠাকুর।

14. National institute of solar energy (NISE)-এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?:- মোহাম্মদ রিহান।

15. 2025 badminton World junior Championship হোস্ট করবে কোন দেশ?:- ভারত

16. 9th ICC Men’s T-20 Cricket World Cup হোস্ট করবে কোন দেশ?:- ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা।

17. Indian Vaccine Manufacturers Association (IVMA)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?:- কৃষ্ণ এম. ইল্লা।

18. শিবাজীর শিক্ষক ও অভিভাবক কে ছিলেন?:- দাদাজী কণ্ডদেব

19. ছত্রিশগড়ের বয়লাডিলা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত?:- লৌহ আকরিক।

20. কত সালে পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করেছিলেন?:- ১৯৪৯ সালে।

21. কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পনীতির উদাহরণ?:- মথুরা

22. কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি নামে পরিচিত?:- ড্রামলিন

23. আরাবল্লী একটি কি জাতীয় পর্বত?:- ভঙ্গিল পর্বত।

24. রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত?:- রৈখিক ভরবেগ।

25. দহনের সহায়ক একটি গ্যাস এর নাম কি?:- ক্লোরিন

26. ধুঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে?:- নর্মদা নদী থেকে।

27. দশকুমারচরিত বইটির লেখক কে?:- দন্ডিন

28. মৌমাছির ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী?:- কার্ল ভন ফ্রিশ।

29. পোলিও টিকা আবিষ্কার করেন কে?:- জোনাস সল্ক।

30. বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি?:- বনফুল

 

 

Leave a comment