WBPSC Clerkship Practice 15 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 15 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 15: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 15

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

Clerkship Exam Preparation Set 15

1. ডিডিটি কি?
উঃ-একটি পতঙ্গনাশক।

2. গান্ধী চলচ্চিত্রের পরিচালক/নির্মাতা কে ছিলেন?
উঃ- রিচার্ড অ্যাটেনবরো।

3. দীন-ই-ইলাহী কি?
উঃ- একটি ধর্ম।

4. লোহায় মরচে পড়ার কারণ কি?
উঃ- অক্সিডেশন।

5. সুয়েজ খাল যুক্ত করে কোন কোন সাগরকে?
উঃ- লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে।

6. জুডো খেলায় সর্বোচ্চ সম্মান কি?
উঃ- ব্ল্যাক বেল্ট।

7. ভূদান আন্দোলন কে শুরু করেন?
উঃ- আচার্য বিনোবাভাবে।

8. ভারতের তড়িৎ শক্তির বেশির ভাগটাই পাওয়া যায় কোন শক্তি থেকে?
উঃ- তাপ শক্তি থেকে।

9. বর্তমানে পৃথিবীতে কোন দেশের জনসংখ্যার সবচেয়ে বেশি?
উঃ- ভারত।

10. গুপ্ত যুগের কোন মন্দির ইট দিয়ে তৈরি?
উঃ- ভিতরগাঁও।

11. জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে?
উঃ- ২৪ শে জানুয়ারি।

12. কোন দেশের সাথে KHANJAR নামে যৌথ স্পেশাল ফোর্স অনুশীলন শুরু করল ভারত?
উঃ- কিরগিজস্তান।

13. কোথাকার কাচ্ছি খারেক জেম নামক খেজুর জিআই ট্যাগ পেল?
উঃ- গুজরাট।

14. ICC T20 Cricketer of the Year 2023 হিসেবে ঘোষিত হলেন কে?
উঃ-সূর্য্য কুমার যাদব।

15. ব্যাকটেরিয়ার ধ্বংসকারী লালা রসের উৎসেচক হল কী?
উঃ- লাইসোজাইম।

16. সদ্যজাত শিশুর দেহে হাড়ের সংখ্যা কত?
উঃ- ৩০০ টি।

17. মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?
উঃ- ১৯৯৫ সালে।

18. মৃচ্ছকটিক নাটকের রচয়িতা কে?
উঃ- শুদ্রক।

19. অরণ্যের অধিকার কার রচনা?
উঃ- মহাশ্বেতা দেবী।

20. “আমি ক্লাস টেনিং স্কুল” কোথায় অবস্থিত?
উঃ- অরঙ্গবাদ। ক

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- Food SI Practice Set 3

 

Leave a comment