WBPSC Clerkship Practice 16 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 16 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 16: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 16

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 16

1. ১৯৮৭ সালে অনুষ্ঠিত ওজোন স্তরটি সুরক্ষার জন্য আন্তর্জাতিক প্রোটোকলটির নাম কি?
উঃ- মন্ট্রিয়াল প্রোটোকল।

2. গগনযান মিশনের পূর্বে কি নামে এক রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করছে ISRO?
উঃ- ব্যোমমিত্র।

3. 2026 FIFA World Cup final হোস্ট করবে কোন শহর?
উঃ- নিউ ইয়র্ক।

4. Bharat Rang Mahotsav নামে ভারতের বৃহত্তম থিয়েটার ফেস্টিভ্যাল শুরু করলো কোথায়?
উঃ- গুজরাট।

5. কোন রাজ্যের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন বনবারীলাল পুরোহিত?
উঃ- পাঞ্জাব।

6. ভারতের জন্য Asian Development Bank (ADB)-এর কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
উঃ- Mio Oka.

7. যে প্রক্রিয়ায় তেল থেকে ভেজিটেবিল ঘি প্রস্তুত করা হয় তাকে কি বলে?
উঃ- হাইড্রোজিনেশন।

8. TEL কথাটির পুরো নাম কি?
উঃ- ট্রেটা ইথাইল লেড।

আরও পড়ুন:- ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৮

9. মানুষের স্বাভাবিক রক্ত কি ধরনের হয়ে থাকে?
উঃ- ক্ষারীয়।

10. একটি ডিম পাড়ার স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উঃ- একডিনা।

11. কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলে আখ্যা দেওয়া হয়?
উঃ- ব্যাঙ্গালোর।

12. কখন স্থলবায়ু প্রবাহিত হয়?
উঃ- রাত্রিবেলা স্থলবায়ু প্রবাহিত হয়।

13. ক্ষুদ্ধ মন্ডল কাকে বলে?
উঃ-ট্রপোস্ফিয়ারকে।

14. ভারতের ডেট্রয়েট বলা হয় কোন শহরকে?
উঃ-চেন্নাই কে।

15. মানুষের দুধে দাঁতের সংখ্যা কয়টি?
উঃ- ২০ টি।

16. ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে?
উঃ- ম্যাগনেশিয়াম।

17. কোষ বিভাজনের কোন দশায় ডিএনএস সিন্থেসিস ঘটে?
উঃ- ইন্টারফেজ।

18. স্তন্যপায়ীদের সার্ভাইক্যাল ভার্টিব্রার সংখ্যা কত?
উঃ- ৭ টি।

19. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয়?
উঃ- ছাল থেকে।

20. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন?
উঃ- ভিটামিন-K.

21. পাচিত খাদ্য কোথায় শোষিত হয়?
উঃ- ক্ষুদ্রান্তে।

22. প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে?
উঃ- লিউয়েন হুক।

23. কোন প্রণালী আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে?
উঃ- বেরিং প্রণালী।

24. ভারত তথা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো কোনটি?
উঃ- সুন্দরবন।

25. শোন নদীর উৎপত্তিস্থল কোথায়?
উঃ- অমরকন্টক।

26. ভারতের অরণ্য গবেষণাগার কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ- দেরাদুন।

27. ভারতের সবচেয়ে শিল্প উন্নত রাজ্যটির নাম কি?
উঃ- মহারাষ্ট্র।

28. জনসংখ্যা হিসেবে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্য হল কোনটি?
উঃ- মহারাষ্ট্র।

29. নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত?
উঃ- কলকাতা।

30. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উঃ- ডঃ বি আর আম্বেদকর।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

Leave a comment