WBPSC Clerkship Practice 17 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 17 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 17: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 17

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 17

1. কোন বস্তুর ওজন কি হতে পারে?
উঃ- শূন্য হতে পারে।

2. প্রবাহীর ঘর্ষণ হলো-
উঃ-সান্দ্রতা।

3. অ্যালকোহলিক ফারমেনটেশন(কোহল সন্ধান) প্রক্রিয়া ব্যবহার করে-
উঃ- সাইটোপ্লাজমস্থিত উৎসেচক।

4. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উঃ-দ্য হেগ।

5. দিল্লি নামক কেন্দ্রশাসিত অঞ্চলটি কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে “জাতীয় রাজধানী অঞ্চল” এর বিশেষ মর্যাদা লাভ করে?
উঃ- ৬৯ তম (১৯৯২ সালে)।

6. কোন যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব নির্ণয় করা হয়?
উঃ- হাইড্রোমিটার।

7. সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়?
উঃ-সোডিয়াম ক্লোরাইড।

8. লুনার কস্টিক কি?
উঃ-সিলভার নাইট্রেট।

9. অর্থবিদ্যার বিখ্যাত গ্রন্থ “Wealth of Nations” সর্বপ্রথম প্রকাশিত হয় কত সালে?
উঃ-১৭৭৬ সালে।

10. অ্যাকাউসটিক্স কি?
উঃ- শব্দ প্রতিফলন সংক্রান্ত বিদ্যা।

11. কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়?
উঃ- সরণ সিং কমিটি।

12. বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত আছে?
উঃ- আর ভেঙ্কটরমনি।

13. ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উঃ- দক্ষিণ আফ্রিকা।

14. ধান গাছের “Leaf Spot” রোগের জন্য দায়ী কে?
উঃ- ছত্রাক।

15. একটি জুপ্লাংটনের উদাহরণ দাও।
উঃ- রটিফার।

16. পরমাণুর তিনটি কণার মধ্যে সবচেয়ে বেশি হালকা কোনটি?
উঃ- ইলেকট্রন।

17. কে ভারতীয় উপস্থাপনাকে “Soul of the Constitution” হিসাবে উল্লেখ করেছিলেন?
উঃ-ঠাকুরদাস ভার্গব।

18. কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না?
উঃ- ‘O’ গ্রুপের রক্তে।

19. ডান অলিন্দ ও ডান নিলয় এর মধ্যে কোন কপাটিকা থাকে?
উঃ-ত্রিপত্র কপাটিকা।

20. কোন ভ্রুনুজ কলা থেকে রক্ত উৎপন্ন হয়?
উঃ- মেসোডার্ম।

21. Al-এর শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা কত?
উঃ- ৩টি।

22. একক আয়তনে কোন বস্তুর ভরকে কি বলা হয়?
উঃ- ঘনত্ব বলা হয়।

23. কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের সর্বাধিক তরঙ্গদৈর্ঘ্য আছে?
উঃ- Radio Wave.

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

Leave a comment