WBPSC Clerkship Practice 18 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 18 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 18: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 18

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 18

1. “KASHMIR: Travels in Paradise on Earth” শিরোনামে বই লিখলেন কে?
উঃ-রমেশ ভট্টাচার্য।

2. কোথায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তরপ্রদেশ সরকার?
উঃ-অযোধ্যা।

3. Asian Cricket Council এর চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
উঃ- জয় শাহ।

4. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে?
উঃ- ২রা ফেব্রুয়ারি।

5. ডান্ডি মার্চের এর সঙ্গে শুরু হয় কোন আন্দোলন?
উঃ- আইন অমান্য আন্দোলন।

6. কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?
উঃ- বি জি খের।

7. লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম কোথায় অবস্থিত?
উঃ- কর্ণাটক।

8. বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয়?
উঃ-১৫ মার্চ।

9. কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন?
উঃ-ধর্মপাল।

10. পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি?
উঃ- তিমি।

11. যে পেশীকে ইচ্ছামতো পরিচালনা করা যায় তাকে কি পেশি বলা হয়?
উঃ- সরেখ ঐচ্ছিক পেশি।

12. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ প্রেসিডেন্ট কে?
উঃ- জর্জ ইয়ুল।

13. তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টা নির্মিত হয়েছে?
উঃ-অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক।

14. গ্ৰাব কিসের লার্ভা?
উঃ- পতঙ্গ।

15. করোনা ভাইরাস মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে?
উঃ- ফুসফুস।

16. পশ্চিমবঙ্গের রিষড়া কিসের জন্য বিখ্যাত?
উঃ- পাট শিল্প।

17. রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন?
উঃ- সুকারচাকিয়া মিশল।

18. পল্লবদের রাজধানী কোথায় ছিল?
উঃ- কাঞ্জিপুরম।

19. সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গিরিপথটির নাম কি?
উঃ- নাথুলা।

20. কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?
উঃ- এক্স রশ্মি।

21. স্পঞ্জ কি?
উঃ- স্পঞ্জ এক ধরনের জীবদেহ।

22. কলিঙ্গরাজ খারবেল কোন বংশের রাজা ছিলেন?
উঃ- চেদি বংশের।

23. টিপু সুলতানের রাজধানী ছিল কোথায়?
উঃ- শ্রীরঙ্গপতনাম।

24. কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য?
উঃ- পর্তুগিজ।

25. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয় কোন সালে?
উঃ- ১৯৫২ সালে।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

Leave a comment