WBPSC Clerkship Practice 21| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 21| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 21: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 21

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 20

 

1. গ্ৰীকরা “অ্যাগ্ৰামেস” নামে কাকে অভিহিত করতেন?

উঃ- ধননন্দকে।

2. আধুনিক রসায়নের জনক কে?

উঃ- ল্যাভয়সিয়র।

3. মানুষের দেহে আনুমানিক কত সংখ্যক নেফ্রন থাকে?

উঃ- ২০ লক্ষ।

4. সুষম বৃত্তাকার পথে কোন বস্তু পরিবহন করলে কোন রাশিটি একই থাকবে?

উঃ- দ্রুতি।

5. ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণ কোন ধাতু পাওয়া যায়?

উঃ- অ্যালুমিনিয়াম।

6. চাপ প্রয়োগে বরফ গলানো এবং চাপ কমিয়ে পুনরায় বরফে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়?

উঃ- পুনঃশিলীভবন।

7. “দ্বাদশ অঙ্গ” কোন ভাষায় রচিত হয়?

উঃ- প্রাকৃত।

8. কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতি মৌলিক অধিকারের প্রয়োগ স্থগিত করতে পারেন(অনুচ্ছেদ ২০,২১ ব্যতঈত)?

উঃ- ধারা ৩৫৯.

9. ভারতের কোন রাজ্য সর্বাধিক কয়লা উত্তোলন করে?

উঃ- ঝাড়খন্ড।

10. হিন্দি দিবস কোন তারিখে পালিত হচ্ছে?

উঃ- ১৪ সেপ্টেম্বর।

11. সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মর্যাদা পায় কোন সালে?

উঃ- ১৯৮৭ সালে।

12. ভারতের সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে?

উঃ- একবার।

13. সিঙ্গালিলা শৈলশিরা পশ্চিমবঙ্গ কে কোন দেশ থেকে পৃথক করেছে?

উঃ- নেপাল।

14. জীবক মগধের কোন শাসকের রাজবৈদ্য ছিলেন?

উঃ-বিম্বিসার।

15. কোন মহাজনপদতিতে প্রজাতান্ত্রিক শাসনব্যবস্থা প্রচলিত ছিল?

উঃ- বৃজি।

16. “Jnanpith” পুরস্কার কবে থেকে দেওয়া হয়?

উঃ- ১৯৬৫ সালে।

17. কার সমাধিস্থল “মহাপ্রয়াণ ঘাট” নামে পরিচিত?

উঃ- ডঃ রাজেন্দ্র প্রসাদ।

18. “রউফ” আঞ্চলিক নৃত্য কোন অঞ্চলে দেখা যায়?

উঃ- জন্মু-কাশ্মীর।

19. ‘ডেভিড কপারফিল্ড’ বইটির লেখক কে?

উঃ- চার্লস ডিকেন্স।

20. ডিমাপুর শহরটি কোন রাজ্যে অবস্থিত?

উঃ- নাগাল্যান্ড।

21. বিধান পরিষদের সদস্য হতে হলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে?

উঃ- ৩০ বছর।

22. “Rice Bowl of India” বলা হয় কোন রাজ্যকে?

উঃ- অন্ধ্রপ্রদেশ।

 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

আরও পড়ুন:- ফুড সাব ইন্সপেক্টর প্র্যাটটিস সেট ৯

 

 

Leave a comment