WBPSC Clerkship Practice 25| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 25| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 25: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 25

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 25

1. অয়েল অব ভিট্রিয়ল কাকে বলা হয়?:- সালফিউরিক অ্যাসিড।

2. কলিচুন এর রাসায়নিক সংকেত কী?:- Ca(OH)2

3. নক্ষত্র ও গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?:- সোলার মাস।

4. এক্স রশ্মির আবিষ্কারক কে?:- রণ্টজেন।

5. এক্স রশির তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম কত?:- 1 অ্যানস্ট্রম।

6. সিটি স্ক্যানের কোন রশ্মি ব্যবহৃত হয়?:- এক্স রশ্মি ব্যবহৃত হয়।

7. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?:- দূরত্ব পরিমাপ করা হয়।

8. কোন দুটি দূরত্বের পার্থক্যকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে?:- পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব।

9. সূর্যের অতিবেগুনি রশ্মিতে শোষণ করে কোন স্তর?:- ওজোন স্তর।

10. ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত?:- মুম্বাই।

11. ফাইবার অপটিক্স এর আবিষ্কারক কে?:- নারিন্দার কাপানি।

12. Endoscop এর কার্যনীতি মূলত কিসের উপর ভিত্তি করে?:- আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।

13. ক্ষমতার SI এককটির নাম কি?:- ওয়াট।

14. খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?:- ক্যালোরি।

15. ব্লটিং পেপার দ্বারা কালীর শোষণের কোন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে?:- ক্যাপিলারি ।

16. মার্স গ্যাস কাকে বলে?:- মিথেন কে।

17. 1 অশ্ব ক্ষমতা = কত ওয়াট?:- 746 ওয়াট।

18. 1 নটিক্যাল মাইল = কত মিটার?:- 1852 মিটার।

19. 1 বার = কত প্যাসকেল?:- 100000 পাসকেল।

20. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?:- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক।

21. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?:- হর্ষঙ্ক বংশের।

22. বৈদিক যুগের একজন বিদেশী নারী কে ছিলেন?:- লোপামুদ্রা।

23. চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন কে করেছিলেন বড়লাট?:- লর্ড কর্নওয়ালিস।

24. টাটা কোম্পানির প্রতিষ্ঠা কে করেন?:- জামসেদজী টাটা।

25. আকবরের সভাকবি তানসেনের আসল নাম কি ছিল?:- রামতনু পান্ডে।

26. আকবর কত খ্রিস্টাব্দে মারা যান?:- 1605 খ্রিস্টাব্দে।

27. কত সালে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়?:- 1876 সালে।

28. পরাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন?:- লর্ড মাউন্টব্যাটেন।

29. আগ্রার অন্ধ পক্ষী কাকে বলা হয়?:- সুরদাস কে।

30. মরু অঞ্চলের মাটির অপর নাম কি?:- সিরোজেন

 

Leave a comment