WBPSC Clerkship Practice 26| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 26| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 26: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 26

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

 

1. মিলিবাগ কোন চাষের সঙ্গে সম্পর্কিত?:- সরিষা।

2. আমাদের শরীরের উপরের ত্বকটির নাম কি?:-এপিডারমিস।

3. বংশগতির একক কাকে বলা হয়?:-জিন কে।

4. এক্স রশ্মি মূলত কোন কণার আধান?:-ফোটন কণার।

5. কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়?:-শূন্য মাধ্যমে।

6. সবুজ বর্ণের ফুল লাল আলো দেখলে কি দেখাবে?:-কালো।

7. তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে তাকে কি বলা হয়?:- ধারক।

8. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে?:-ঘন থেকে লঘু মাধ্যমে।

9. ঘনকোনের এককটির নাম কি?:- স্টেরেডিয়ান।

10. একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কেমন হয়?:-অসীম।

11. একটি আদর্শ অ্যামিটারের রোধ কত থাকে?:-শূন্য।

12. ফিউজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি হয়?:-টিন ও সীসা।

13. দুধের Ph মান কত থাকে?:- 6.6

14. পিঁপড়ের হুল থেকে কোন অ্যাসিড নির্গত হয়?:-ফরমিক অ্যাসিড।

15. দোলকের দোলনকাল নির্ভর করে কিসের উপর?:-দৈর্ঘ্যের উপর।

16. ভাইটাল ফোর্স থিওরি দেন কোন বিজ্ঞানী?:- বারজেলিয়াস।

17. ইউরিয়াতে নাইট্রোজেন এর উপস্থিতি কত শতাংশ?:- 46%

18. এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের জন্য?:- AIDS

19. অ্যামিবার গমন অঙ্গের নাম কি?:- ক্ষণপদ।

20. কাকে পিন্ড সিল্ক বলা হয়?:- স্পাইরোগাইরা।

21. সবচাইতে ভাইরাসের বৃদ্ধি ঘটে কিসে?:- সজীব কোষে।

22. গাছের কোন অংশ থেকে তুলাতন্ত পাওয়া যায়?:-ফল।

23. গাছের কোন অংশ থেকে কফি প্রস্তুত করা হয়?:- বীজ।

24. নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায়?:-তামাক গাছের পাতা।

25. মানুষের মাথার ওজন কত গ্রাম?:- ১৩০০-১৪০০ গ্ৰাম।

26. কফির pH মান কত?:- 4.3-5

27. কোন অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়?:- সালফিউরিক অ্যাসিড।

28. দার্শনিকের উল কাকে বলা হয়?:-জিংক অক্সাইড কে।

29. পরীক্ষাগারে প্রস্তুত প্রথম কৃত্রিম জৈব যৌগ কোনটি?:-ইউরিয়া।

30. লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি?:-নাইট্রাস অক্সাইড।

 

 

 

 

Leave a comment