WBPSC Clerkship Practice 27| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 27| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 27: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 27

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

 

1. ভাসনের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী?:- আর্কিমিডিস

2. রাডার এর আবিষ্কর্তা কে?:- ওয়াটসন

3. দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয়?:- অবতল দর্পণ।

4. পাউরুটি ফলানোর জন্য ব্যবহৃত গ্যাসটির নাম কি?:-কার্বন-ডাই-অক্সাইড।

5. লেন্স পরিমাপের একক কি?:- ডায়াপ্টার

6. জার্মান সিলভার এ কোন সংকর ধাতু থাকে?:- তামা, দস্তা ও নিকেল।

7. কিলোওয়াট ঘন্টা কিসের একক?:- শক্তি

8. মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি?:-স্নায়ু কোষ।

9. তড়িৎ আধান জমা হয় যে যন্ত্রে তাকে কি বলে?:-ক্যাপাসিটর

10. নিউট্রন এর আবিষ্কর্তা কে?:- স্যাডউইক

11. দুধ থেকে দই এ পরিণত হওয়া ব্যাকটেরিয়ার নাম কি?:- ল্যাকটোব্যাসিলাস

12. পেশি ও যকৃতের শক্তি সঞ্চিত রূপটি হলো কি?:-গ্লাইকোজেন

13. কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত কে?:- লাইসোজোম

14. শ্বসনে সহায়ক কোষ অঙ্গানুর নাম কি?:- মাইট্রোকনডিয়া

15. প্রোটিন সংশ্লেষের সাহায্য করে কোন কোষ অঙ্গাণু?:- রাইবোজোম

আরও পড়ুন:-পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 26

16. ব্যাকটেরিয়া এর আবিষ্কারক কে?:- লিউয়েন হুক

17. একটি বৃহত্তম কোষের নাম কি?:-উটপাখির ডিম

18. রোধের অনোন্যক কে কি নামে পরিচিত?:- পরিবাহিতা

19. সূর্য শক্তির প্রধান উৎস কি?:– নিউক্লিয় সংযোজন।

20. টাংস্টেন এর রাসায়নিক চিহ্ন কোনটি?:- W

21. পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু হলো কোনটি?:- লিথিয়াম

22. এরিথ্রোসাইট নামে পরিচিত কে?:-RBC

23. মানবদেহের হার্টের চেম্বার সংখ্যা কটি?:- ৪ টি

24. সালোকসংশ্লেষ কম হয় কোন রঙের আলোয়?:- সবুজ রঙের আলোয়

25. কার্য করার সামর্থ্যকে বলা হয়:- শক্তি

26. পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড?:- ল্যাকটিক অ্যাসিড।

27. প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়?:-জিপসাম কে।

28. তড়িৎহীন সংযোগ আবিষ্কার করেছেন কে?:- মার্কোনী

29. প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কি?:- শব্দের প্রতিফলন।

30. মুক্ত ধাতু কোনটি?:- সোনা

 

 

 

Leave a comment