WBPSC Clerkship Practice Set 28| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 28| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 28

WBPSC Clerkship Practice Set 28: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

 

‏1. পিঁপড়ের অধ্যায়নকে কি বলা হয়?:- Myrmecology.

2. কোন হাইড্রোকার্বনগুলিতে কার্বন পরমাণুগুলির মধ্যে দ্বি-বন্ধন দেখা যায়?:- আলকিন

3. অর্থনীতিতে কোনটিকে সাদা পণ্য হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে?:-গৃহস্থলীর যন্ত্রপাতি (ফ্রিজ, ওয়াশিং মেশিন)।

4. স্কটল্যান্ডকে কি বলা হয়?:- Land of Cakes.

5. জলের নিচের সাবমেরিন এর কার্যকারিতা কোন সূত্র মেনে চলে?:- আর্কিমিডিস নীতি

6. ভারতের সংসদীয় বিষয়গুলিতে জিরা আওয়ার কখন চালু হয়েছিল?:- ১৯৬২ সালে।

7. ১৮৭২ সালে ভারতের ভাইসরয় লর্ড মায়োকে কোথায় হত্যা করা হয়েছিল?:- পোর্ট ব্লেয়ার

8. রানী ঝাঁসি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?:- ক্রিকেট

9. প্রাকৃতিক অবস্থানের প্রজাতির সংরক্ষণকে কি বলে?:- ইন সিটু সংরক্ষণ

10. আকবরের রাজত্বের শুরুর বছরগুলিতে শাসন ব্যবস্থা আসলে কে সামলেছিলেন?:- বৈরাম খান

11. ব্রাজিলের তৃণভূমি কি নামে পরিচিত?:- ক্যাম্পোস

12. অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থলে কি অবস্থিত?:- রুদ্রপ্রয়াগ

13. চন্দ্রপৃষ্ঠে মুক্তিবেগ কত?:- ২.৪ কিমি/সেকেন্ড

14. নেসেট কোন দেশের সংসদের নাম?:- ইজরায়েল

15. মহাত্মা গান্ধীকে প্রথমবারের জন্য জাতির জনক বলে সম্মোধন করেছিলেন কে?:- নেতাজি সুভাষচন্দ্র বোস।

16. ‘ওয়াকার কাপ’ কোন খেলার সাথে জড়িত?:- গলফ খেলার সাথে

17. কোন উপনিষেদকে প্রাচীনতম হিসেবে ঘোষণা করা হয়?:-বৃহৎ আরণ্যক

18. National Investigation Agency (NIA)-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?:- সদানন্দ বসন্ত দাতে।

19. ‘OP Sankalp’ নামে অপারেশন অনুষ্ঠিত করল কে?:- নেভি

20. বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানির স্থান কত?:- দশম

21. মালবাহী জাহাজের ধাক্কায় ভেঙে গেল কোন দেশের Francis Scott Key Bridge?:- আমেরিকা

22. বিবি কা মকবরা কার সমাধিস্থল?:- ঔরঙ্গজেবের পত্নী।

23. বোলপুর কোন নদীর তীরে অবস্থিত?:- কোপাই

24. আ মরি বাংলা ভাষা- গানটির রচয়িতা কে?:-অতুল প্রসাদ সেন

25. ভারতের পঞ্চবার্ষিকীর ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে?:- রাশিয়া থেকে

 

 

Leave a comment