WBPSC Clerkship Practice Set 29| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 29| পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 29: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice Set 29

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

 

1. ভারতে কত বছর পর পর অর্থ কমিশন গঠিত হয়?:- ৫ বছর।

2. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি?:- রূপনারায়ণ

3. কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিবার হয়?:- ক্যালসিয়াম

4. মায়েটোম পেশী কোন প্রাণীর মধ্যে দেখা যায়?:- মাছ।

5. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়?:- কোশী নদীকে।

6. গরমপানি অভয়ারণ্য কোথায় অবস্থিত?:- আসাম

7. দাক্ষিণাত্যের মালভূমিতে প্রধানত কোন শিলা দেখা যায়?:- ব্যাসল্ট

8. কবে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়?:- ১৯৫১ সালে

9. সবথেকে বেশি GI Tag প্রাপ্ত রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে?:- উত্তরপ্রদেশ

10. ‘International Culture Award 2024’ পেলেন কে?:- মীনা চরণদা

11. ENBA Lifetime Achievement Award 2023 দ্বারা সম্মানিত হলেন কে?:- বিনীত জৈন।

12. Hockey India Award 2023 অনুষ্ঠানে প্লেয়ার অফ দ্যা ইয়ার হলেন কে?:- হার্দিক সিং (পুরুষ )ও সেলিমার টেটে (মহিলা)।

13. মানুষের রক্তে অক্সিজেনের বাহক কে?:- হিমোগ্লোবিন

14. লেবু নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার?:- দ্বিতীয় শ্রেণীর

15. কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন?:- ন্যাস্তিক চলন

16. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি?:- নিউ গিনি।

17. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়?:- ১৮৫৭ সালে

18. মানবদেহের দীর্ঘতম অস্থির নাম কি?:- ফিমার

19. কোন বর্ণের আলোর উপস্থিতিতে সালোকসংশ্লেষ বন্ধ হয়ে যায়?:- নীল বর্ণ

20. আন্তর্জাতিক নারী দিবস কোন দিন পালিত হয়?:- ৮ই মার্চ

21. কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয়?:- ভিটামিন ডি

22. ফুসফুসের বায়ু কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়?:-স্পাইরোমিটার

23. ভারতের নাগরিকত্ব আইন কবে চালু হয়?:-১৯৫৫ সালে।

24. কোন শিল্পকে উদীয়মান শিল্প বলে?:- পেট্রোরসায়ন

25. জাতীয় এইডস গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত?:- পুনেতে

26. অ্যাসেজ কথাটি কোন খেলার সাথে যুক্ত?:-ক্রিকেট

27. রবিকীর্তি কার সভাকবি ছিলেন?:- দ্বিতীয় পুলকেশী।

28. রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত?:- ফুটবল

29. জিম করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?:- উত্তরাখণ্ড।

30. রক্ত বিষয়ের পড়াশোনাকে কি বলে?:- হেমাটোলজি

 

Leave a comment