WBPSC Clerkship Practice Set 37| দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি

WBPSC Clerkship Practice Set 37| দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি

 

WBPSC Clerkship Practice Set 37 পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice Set 37

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

 

🔴WBPSC, 🔴WBP CONSTABLE & SI, 🔴WBCS , 🔴KP CONSTABLE & SI, 🔴MISCELLANEOUS 🔴Clerkship Practice Set 37

 

1. কবি জয়দেবের স্ত্রীর নাম কি?:- পদ্মাবতী

2. চৈত্র ভূমি কার সমাধিস্থল?:- বি আর আম্বেদকর

3. চিনা পরিব্রাজক ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন?:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

4. কোনটিকে ব্রাহ্মণদের সমাপ্তি অংশ হিসেবে বিবেচনা করা হয়?:- আরণ্যক

5. “তমসো মা জ্যোতির্গমায়া” “আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান”- এটি কোন উপনিষদ থেকে এসেছে?:- ব্রহদারণ্যক

6. মেহরুনিসার সাধারণ নাম কি ছিল?:- নুরজাহান

7. কোন পন্ডিত গজনীর মাহমুদের ভারত আক্রমণের সময় তার সাথে ছিলেন?:- আল বিরুনি

8. তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন?:- ১৩৯৮ সালে

9. পি মিত্র (প্রমথনাথ মিত্র) এর নাম বিপ্লবী সংগঠন গুলির মধ্যে কোনটির ভিত্তির সাথে যুক্ত?:- অনুশীলন সমিতি (১৯০২)।

10. কোন গভর্নর ১৮৭৮ সালের ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিলের সাথে সম্পর্কিত?:- লর্ড লিটন

11. মাসুলিপটামে ফরাসি কারখানা স্থাপিত হয় কোন সালে?:- ১৬৬৯ সালে

12. তত্ত্ববোধিনী সভা কত সালে প্রতিষ্ঠিত হয়?:- ১৮৩৯ সালে

13. ভারতের কোন মালভূমি আরাবল্লী ও বিন্ধ্য অঞ্চলের মধ্যে অবস্থিত?:- মালওয়া মালভূমি

14. ভারতের উত্তর-পূর্বের কোন রাজ্যে নিশি উপজাতি বাস করে?:- অরুণাচল প্রদেশ

15. ভারতের সর্বোচ্চ লবণ উৎপাদনকারী রাজ্য কোনটি?:- গুজরাট

16. কোন পাসটি অরুণাচল প্রদেশে অবস্থিত?:- বোমডিলা পাস

17. ইন্দো গাঙ্গেয় সমভূমির অধিকাংশ নদীতে কোন ধরনের নিষ্কাশনের ধরন রয়েছে?:- ডেনড্রাইটিক

18. কোন ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে?:- ৬১ নম্বর ধারা

19. কোন কমিশন রাজ্যগুলির পুনর্গঠন এর ভিত্তি হিসেবে ভাষাকে গ্রহণ করেছে?:- ফজল আলী কমিশন।

20. ভারতের সংবিধানের কোন অংশ ও অনুচ্ছেদ সংশোধনের সাথে সম্পর্কিত?:- পার্ট XX, ধারা ৩৬৮.

21. কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাজ্যপালকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদ থাকবে?:- ১৬৩ নম্বর ধারা

22. পার্লামেন্টের কোন আইন জম্মু ও কাশ্মীর আইন পরিষদ বাতিল করেছে?:- J & K পুনর্গঠন আইন, ২০১৯.

23. হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা কোনটির অধীনে আসে?:- মৌলিক অধিকার

24. জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়?:- ১৯৯২ সালে

25. বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়?:- ১৮৭৫ সালে

26. অ্যাড ভ্যালোরেম ট্যাক্স কার ওপর প্রয়োগ করা হয়?:- দ্রব্যের মূল্য

27. কোন মৌল রাসায়নিকভাবে সবচেয়ে সক্রিয়?:- ফ্লোরিন

28. কোন রাসায়নিক পদার্থটিকে লেক্রিমেটরি এজেন্ট বা ল্যাক্রিমেটর নামেও পরিচিত?:- টিয়ার গ্যাস

29. কোন বৈজ্ঞানিক আবিষ্কার সিভি রমন করেছিলেন?:- Inelastic Scattering of light by molecules.

30. একটি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত?:- একই পর্যায়ে থাকা দুটি বিন্দুর মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্ব।

 

 

 

 

Leave a comment