WBPSC Clerkship Practice Set 38| দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি

WBPSC Clerkship Practice Set 38| দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলি

 

WBPSC Clerkship Practice Set 38: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice Set 38

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

 

WBPSC Clerkship Practice Set

 

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

🔴WBPSC, 🔴WBP CONSTABLE & SI, 🔴WBCS , 🔴KP CONSTABLE & SI, 🔴MISCELLANEOUS 🔴Clerkship Practice Set 38

 

1. কোন স্থানকে উড়িষ্যার কাশ্মীর বলা হয়?:- দারিংবাড়ি।

2. ভারতের সবচেয়ে বেশি জন বিরল রাজ্য কোনটি?:- সিকিম।

3. পাঞ্জাবের কোন নদীর জলের নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে?:- সোহান নদী।

4. কোন যুগ কোয়ার্টজ যুগ নামে পরিচিত ছিল?:- প্রাচীন প্রস্তর যুগ।

5. মহাবীর জৈন এর মৃত্যু কোথায় হয়?:- পাবাপুরী

6. তুঘলক নামা গ্রন্থটি রচনা করেন কে?:- আমির খসরু।

7. আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসেছিলেন?:- জামোরিন।

8. তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?:- ১১৯১ খ্রিস্টাব্দে।

9. ১৯০৮ সালে কে মুসলিম লীগের চিরস্থায়ী সভাপতি নির্বাচিত হন?:- আগা খান।

10. দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজীর সঙ্গী কে বা কারা ছিলেন?:- সরোজিনী নাইডু ও মদনমোহন মালব্য।

11. লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন?:- মদন লাল ধিংরা (১৯০৭ সালে)।

12. নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন?:- ভগত সিং।

13. কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত এর নাম কি?:- শিবসমুদ্রম।

14. মরু অঞ্চলের মাটির অপর নাম কি?:- সিরোজেম।

15. চার্নোজেম মাটির অপর নাম কি?:- কৃষ্ণ মৃত্তিকা।

16. কোন জাতীয় উদ্যান কেওলার্দো ঘানা পাখি অভয়ারণ্য নামে পরিচিত?:- ভতরপুর জাতীয় উদ্যান।

17. পরবর্তীতে আবার কত সালে হ্যালির ধূমকেতু দেখা যাবে?:- ২০৬১ সালে।

18. দক্ষিণ ভারতের শস্যাগার নামে পরিচিত কে?:- থাঞ্জাভুর।

19. সংবিধান সংশোধনীর কথা ভারতীয় সংবিধানের কত নম্বর পার্টে উল্লেখ রয়েছে?:- পার্ট ২০, ধারা ৩৬৮।

20. ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?:- ব্রিটেন।

21. ভারতীয় সংবিধানের ৩২৪-৩২৮ ধারা গুলি কার সাথে সম্পর্কিত?:- নির্বাচন।

22. কোন সংশোধনীর অধীনে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল বানানো হয়েছিল?:- ৬৯ তম সংবিধান সংশোধন।

23. ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত?:- ১০৮ ধারা।

24. অর্থনীতির পরিভাষায় “Stagflation” কথাটির অর্থ কি?:- মন্দার সঙ্গে মুদ্রাস্ফীতি।

25. ভারতের মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত?:- কেন্দ্র তালিকা।

26. ১৯৯২ সালে SEBI- কে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন কমিশনের প্রস্তাব অনুযায়ী?:- নরসিংহোম কমিশনের প্রস্তাব অনুযায়ী।

27. সমাজের কোন শ্রেণীর মানুষ নিরন্তর মূল্য বৃদ্ধির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন?:-স্থির আয়কারী মানুষজন।

28. নীলের দ্রবণে রজনীগন্ধার মঞ্জরি ডোবালে ফুলগুলি নিরবর্ণ ধারণ করে- ঘটনাটি হল:- অভিস্রবণ।

29. একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়, যদি রাখা হয় কোন দ্রবণে?:- কোষ রসের বেশি ঘনত্বের দ্রবণে।

30. বাদামি বর্ণের প্লাস্টিডকে কি বলে?:- ফিওপ্লাস্ট।

31. উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়?:- ডিকটিওজোম।

32. স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলে?:- এলাইওপ্লাস্ট।

33. পলিটিন ক্রোমোজোম দেখা যায় কোথায়?:- ড্রসোফিলা মাছিদের লার্ভার লালাক্রন্থিতে।

34. মাইট্রোকনড্রিয়ার অন্তঃপর্দাস্থিত আঙ্গুলের মত ভাঁজগুলিকে কি বলে?:- ক্রিস্টি।

35. ভরের নিত্যতা সূত্রের প্রবক্তা কে?:- ল্যাভয়সিয়ে।

36. অ্যাভোগাড্রো সংখ্যাটি হল কী ?:- NTP-তে ২২.৪ লিটার গ্যাসে বিদ্যমান অনুর সংখ্যা।

37. রাসলীলা নৃত্য ভারতের কোন অঞ্চলে প্রচলিত?:- উত্তর প্রদেশ।

38. ঈগল কোন দেশের জাতীয় প্রতীক?:- স্পেন।

39. ফুটবলে প্রথম বিশ্বকাপ জয়ী দেশের নাম কি?:- উরুগুয়ে।

40. “দ্বীপ জ্বেলে যায়” সিনেমাটি কে পরিচালনা করেছেন?:- অসিত সেন।।

 

 

 

 

Leave a comment