ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-15 || wbpsc food Si gk questions

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-15 || wbpsc food Si gk questions 

wbpsc food Si gk questions

1. কত সালে পাঞ্জাব রাজ্য ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের সৃষ্টি হয়?:- 1966 সালে।

2. ভারত কোন গোলার্ধে অবস্থিত?:- উত্তর-পূর্ব।

3. কোথা থেকে পূর্বঘাট পর্বতমালা দেখা যায়?:-বিশাখাপত্তনম

4. কোন রাজ্যে সব থেকে প্রাচীন শিলা বা প্রস্তর দেখতে পাওয়া যায়?:- বিহার

5. গোয়া ভারতের 25 তম অঙ্গরাজ্য স্বীকৃতি পায় কত সালে?:- 1987 সালে

6. ব্যারেল রেঞ্জ কোথায় অবস্থিত?:- ভারত

7. মাইথন গ্যাস বিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?:- ঝাড়খন্ড

8. কোথায় সারা বছর ১০০ সেমি করে বৃষ্টিপাত হয়?:- মিকির পাহাড়

9. ভারতের কত শতাংশ জমি সমতল?:- 43.3%

10. পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে?:- নীলগিরি পাহাড়।

11. ভারতের দক্ষিণে কি অবস্থিত?:- নিকোবর দ্বীপপুঞ্জ।

12. ভারতের কত শতাংশ পাহাড় পর্বত বেষ্টিত?:- 10.7%

13. শ্রীলংকার মধ্যে সীমানা নির্দেশ করে:- পক প্রণালী।

14. কোন প্রণালী দ্বারা কার নিকোবর ও লিটল আন্দামান দ্বীপকে পৃথক করেছে?:- 10 ডিগ্রী চ্যানেল।

15. ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম?:- গুজরাট

16. ভারতীয় রাজ্য সমূহের কোনজোড়াটি পূর্বতম ও পশ্চিম তম রাজ্যকে নির্দেশ করেছে?:- অরুণাচল প্রদেশ ও গুজরাট।

17. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত?:- 74.04%

18. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন?:- হরিয়ানা

19. কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ?:- লাক্ষাদ্বীপ

20. কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়?:- 1862 সালে

21. পম্পাস তৃণভূমি কোন মহাদেশ দেখতে পাওয়া যায়?:- দক্ষিণ আমেরিকা

22. কোচবিহার শহর কোন নদীর তীরে অবস্থিত?:- তোরসা

23. ৯ ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগক্ষা করে?:- লাক্ষাদ্বীপ ও মিনিকয়

24. ভারতের মৃত্তিকা কে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?:- আট ভাগে।

25. ভারতের দীর্ঘতম সেচ খাল হলো কোনটি?:- ইন্দিরা গান্ধী খাল

26. মারাঠি, কঙ্কানি কোন ভাষা পরিবারের অন্তর্গত?:- ইন্দো-আর্য

27. পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত?:- ছোটনাগপুর

28. ভারতের প্রাচীনতম কয়লার খনি হলো:- রানীগঞ্জ

29. ভারতে বেশিরভাগ কয়লা ব্যবহৃত হয়:- শক্তির সম্পদ হিসেবে।

30. ভুট্টা উৎপাদন সর্বাধিক হয়:- কর্ণাটক

31. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হলো:- বিটুমিনাস

32. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল:- 1911 সালে

33. পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি?:- নেভাডস্ ওজোস্ গেল সালাডো, আর্জেন্টিনা।

34. কোন রাজ্যে ‘নামধাফা জাতীয় উদ্যান’ অবস্থিত?:- অরুণাচল প্রদেশ।

35. মণিকরণ ভূ-তাপশক্তি কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?:- হিমাচল প্রদেশ।

36. কানহা ন্যাশনাল পার্কে কি ধরনের অরণ্য দেখতে পাওয়া যায়?:- ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য ও ক্রান্তীয় শুষ্ক অরণ্য।

37. বায়লাডিলা লৌহ আকরিক খনিতে কোন ধরনের আকরিক পাওয়া যায়?:- হেমাটাইট

38. হিমাচল প্রদেশ দিয়ে কোন কোন নদী প্রবাহিত হয়েছে?:- বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু ও যমুনা।

39. কোন সর্বাধিক জল প্রয়োজন হয়?:- রেয়ন শিল্পে।

40. ভারতের কোন রাজ্যকে টাইগার স্টেট বলা হয়?:- মধ্যপ্রদেশ

 

Leave a comment