wbpsc food si practice set part 14 in Bengali

wbpsc food si practice set part 14 in Bengali

প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এলাম যা আপনাদের আগত পরীক্ষার জন্য খুবই উপকারী হয়ে উঠবে। যারা Primary & Upper Primary Tet এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেহোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এখানে সিলেবাস অনুযায়ী সমস্ত নোট শেয়ার করা হয়। তাই সময় মত সমস্ত নোট পেতে যুক্ত হয়ে যান।

wbpsc food si practice set part 14 in Bengali

1. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?:-নানা সাহেব।

2. ‘Independent’ পত্রিকাটির সম্পাদক ছিলেন:- মতিলাল নেহেরু।

3. বিশ্ব আলঝেইমার দিবস ২০২৩ এর থিম হল:- Never too early, never too late.

4. কোন শহরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান শিব-থিমযুক্ত ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন?:- বারানসী।

5. ২০২৩ সালের আন্তর্জাতিক শান্তি দিবস এর থিম কি?:- Actions for peace: Our Ambition for the #GlobalGoals.

6. সম্প্রতি লোকসভায় ঐতিহাসিক নারী সংরক্ষণ বিল পাস হয়েছে। কোন সালে এই বিলটি আনুষ্ঠানিকভাবে লোকসভায় পেশ করা হয়?:- ১২ ই সেপ্টেম্বর ১৯৯৬।

7. উপভোক্তা সুরক্ষা আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল?:- ১৯৮৬ সাল।

8. বিজারক হয়ে জারক হিসেবেও কাজ করে:- সালফার ডাই অক্সাইড।

9. কাকড়ি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল?:- ১৯২৫ সালে।

10. ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়?:- অতিক্রান্ত দূরত্ব।

11. কাইজার-ই হিন্দ কাকে বলা হত?:- মহাত্মা গান্ধী।

12. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?:- পোমোলজি।

13. ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলেছেন?:- ৩২ নম্বর ধারা।

14. চেঙ্গিস খানের আসল নাম কি?:- তেমুজিন।

15. ভারতের সংবিধানের ৫ থেকে ১১ নম্বর ধারা কি সম্পর্কিত?:- নাগরিকতা।

16. ADHAAR নম্বরে কতগুলি সংখ্যা থাকে?:- ১২টি।

17. পৃথিবীর অনুসূর অবস্থা কোন দিনটিতে দেখা যায়?:- ৩ রা জানুয়ারি।

18. অখিল ভারতীয় মহিলা সম্মেলন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?:- ১৯২৭

19. বর্তমান লোকসভার সিটের বন্টন কোন আদমশুমারি ওপরে আধারিত?:- ১৯৭১

20. কোন পদার্থটি জলের সাথে মেশালে তাপ উৎপন্ন করবে?:- ক্যালসিয়াম অক্সাইড।

21. ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত?:- কর্ণাটক।

22. ICAR কথাটির পূর্ণ অর্থ হলো:- Indian Council of Agriculture Research.

23. মাছের কোন অঙ্গটি হাল হিসেবে কাজ করে?:- পুচ্ছ পাখনা।

24. ফুট চেইনে বাঘ হল:- তৃতীয় গ্রাহক।

25. “সফেদ হাতি”-চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন:- তপন সিনহা।

26. ভারতীয় ক্লাসিকাল নৃত্য বিদেশের জনপ্রিয় করেছিলেন:- উদয় শঙ্কর।

27. পাওয়ার অ্যালকোহল হলো:- ইথানল, পেট্রোল ও বেনজিনের মিশ্রণ।

28. জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে অবস্থিত?:- উত্তরাখন্ড।

29. “সাহেব বিবি গোলাম”- বইটির লেখক হলেন:- বিমল মিত্র।

30. সূর্য কর্কটক্রান্তি রেখার ঠিক উপরে থাকে:- ২১শে জুন।

31. “The Last Supper” কার একটি বিখ্যাত সৃষ্টি?:- লিওনার্দো দা ভিঞ্চি।

32. “Terracing”- কোনটির সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া?:- মাটি সংরক্ষণ।

33. I.S.T এবং G.M.T এর মধ্যে সময়ের পার্থক্য হল?:- ৫ ঘন্টা ৩০ মিনিট।

34. “পান” কোন জেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক উৎপাদন?:- মেদিনীপুর।

35. মুর্শিদকুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিলেন?:- মুর্শিদাবাদ।

36. দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র বসু কোথায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন?:- ত্রিপুরীতে।

37. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত?:- তরাই ও ডুয়ার্স।

38. বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন:- এ.কে. ফজলুল হক।

39. কোন পানিতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়?:- গরু।

40. সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র (১৩° উঃ অক্ষাংশ) কোথায় অবস্থিত:- শ্রীহরিকোটা।

41. ভারতে যে মূল্য সূচকের ভিত্তিতে শহরে বেতনভোগী কর্মী ও সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নির্ধারিত হল তা হল:- পাইকারী মূল্যসূচক।

42. মিস (Misch) মেটাল কোথায় ব্যবহার করা হয়?:- সিগারেট লাইটারে।

43. “Green Development” – বইটির লেখক:- ডাব্লু এম এডামস।

44. “Jeweler’s Rouge” – আসলে কি?:- ফেরিক অক্সাইড।

45. প্রাকৃতিক দ্রব্য দ্বারা গঠিত:- রেয়ন।

46. একটি আলফা কনায় থাকে:- দুটি প্রোটন ও দুটি নিউট্রন।

47. ভারতীয় রুপি প্রত্যেকটি কে ডিজাইন করেছিলেন?:- উদয় কুমার ধর্মলিঙ্গম।

48. ন্যাশনাল বোটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত:- লক্ষ্ণৌ।

49. পৃথিবীর বৃহত্তম মন্দির কোন দেশে রয়েছে:-: কম্বোডিয়া।

50. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?:- ১৬০০ খ্রিস্টাব্দে।

 

 

Leave a comment