wbpsc food si wbpsc previous 10 years gk questions answers|| wbpsc বিগত ১০ বছরের জেনারেল নলেজ

wbpsc food si wbpsc previous 10 years gk questions answers|| wbpsc বিগত ১০ বছরের জেনারেল নলেজ 

প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্লগ। এখানে বিগত ১০ বছরের wbpsc এর জেনারেল নলেজ পেয়ে যাবেন। এখানে 350+ জেনারেল নলেজ এর প্রশ্ন উত্তর পেয়ে যাবেন।

তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগদান করুন।

 

wbpsc food si wbpsc previous 10 years gk questions answers

1. মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোন দেশে?

:-দক্ষিণ আফ্রিকা।

2. ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কোন বাহিনী?

:- সীমান্ত সুরক্ষা বাহিনী(BSF)

3. সংবিধানের ৩৭০ ধারার অবলুপ্তির জন্য কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুন্ন হয়েছে?

:- জম্মু ও কাশ্মীর।

4. মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কোন সালে?

:- ১৯৪৮ সালে ৩০ শে জানুয়ারি।

5. রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হল:- যুদ্ধবিমান।

6. গৌতম বুদ্ধের জন্মস্থান হল:- লুম্বিনি।

7. বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিং গ্রামের:- পশ্চিম মেদিনীপুর জেলায়।

8. মুষ্টিযোদ্ধার সাথে যুক্ত আছেন কোন খেলোয়াড়?

:- মঞ্জু রানি।

9. জয়দীপ মুখার্জী কোন খেলায় ভারতীয় দলের সাথে খেলেছে?

:- ক্রিকেট।

10. কোন নদী ভারত বাংলাদেশ সীমানা রেখা অতিক্রম করে না?

:- দামোদর।

11. পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে?

:- প্লাস্টিক ব্যাগ ।

12. নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়?

:- মায়ানমার।

13. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়?

:- স্কটল্যান্ড।

14. যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল:- রাশিয়া।

15. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন?

:- বারাক ওবামা।

16. ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম:- ইম্যানুয়েল ম্যাক্রন।

17. লিওনেল মেসি কোন দেশের নাগরিক?

:- আর্জেন্টিনা।

18. 2019 সালে সাংবাদিকতায় ম্যাকসাসের পুরস্কার পেলেন:- রভীশ কুমার।

19. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়?

:- পিটার হ্যান্ড।

20. বর্তমান চীনে হংকং ছাড়া আর কতগুলি SARs রয়েছে?

:- একটি।

21. ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনোও ছিলেন না?

:- রেল।

22. পলাশীর যুদ্ধ হয়েছিল:- ১৭৫৭ সালে।

23. প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটি হল:- নয়া দিল্লি।

24. ২০১৯ সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়:- কলম্বোতে।

25. The Third Pillar বইটির লেখকের নাম:- রঘুরাম রাজন।

26. ২০১৯ সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের একক সেরা সম্মান লাভ করেন:- পি.ভি.সিন্ধু।

27. কোন জায়গায় ক্ষুদিরাম বসু কে ফাঁসি দেওয়া হয়?

:- মুজাফফরপুর।

28. দলাই লামার বাসস্থান কোথায়?

:- ম্যাকলিওডগঞ্জ , ধর্মশালা।

29. পশ্চিমবঙ্গে কতগুলো জেলা আছে?

:- ২৩ টি।

30. ‘বালাকোট’ জায়গাটির অবস্থান:- পাকিস্তানের উত্তর-পশ্চিমে।

31. ফিজি রাষ্ট্রের অবস্থান:- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

32. Union Territory নয়:- ত্রিপুরা রাজ্য।

33. Howdy Modi অনুষ্ঠানটি যে শহরে হয়েছিল সেটি হল:- হিউস্টন।

34. নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন?

:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

35. গ্রেটা থুনবার্গ হলেন:- আবহাওয়ার ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী।

এই ধরনের জেনারেল নলেজ এর সমস্ত প্রশ্ন উত্তর গুলি পেতে pdf টি Download করুন।

File Name:- বিগত ১০ বছরের wbpsc প্রশ্ন উত্তর

                  Download Here

আরও এই ধরনের জেনারেল নলেজ প্রশ্ন উত্তর পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেWhatsApp Group এ জয়েন করুন।

Leave a comment