পশ্চিমবঙ্গের মাটি ও জলবায়ু সম্পর্কিত ভূগোলের প্রশ্ন উত্তর পার্ট ৫ || West Bengal Geography Questions Answers Part 5

পশ্চিমবঙ্গের মাটি ও জলবায়ু সম্পর্কিত ভূগোলের প্রশ্ন উত্তর পার্ট ৫ || West Bengal Geography Questions Answers Part 5

West Bengal Geography Questions Answers Part 5

1. পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?
উঃ- ল্যাটরাইট মাটি।

2. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হওয়ার কারণ কি?
উঃ- খুবই সীমিত বৃষ্টিপাত।

3. সাধারণ ভাবে গ্ৰীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় কত তারিখে?
উঃ- জুন মাসের ১০-১৫ তারিখের মধ্যে।

4. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ কি?
উঃ- ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা।

5. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা কি রকমের?
উঃ- লবণাক্ত কাদামাটি।

6. ‘আইলা’ নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল?
উঃ- মে, ২০০৯

7. বাঁকুড়ার মৃত্তিকা কি প্রকৃতির?
উঃ- ল্যাটেরাইট মৃত্তিকা।

8. ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়?
উঃ- পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে।

9. পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন জেলায়?
উঃ- বাঁকুড়া।

10. নারকেল, কাজুবাদাম প্রভৃতি কোন মাটিতে ভালো হয়?
উঃ- উপকূলীয় মাটি।

আরও পড়ুন:- সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ১

11. উপকূলীয় মৃত্তিকার প্রকৃতি কি ধরনের?
উঃ- ক্ষারীয়।

12. ল্যাটেরাইট মৃত্তিকার প্রকৃতি কি ধরনের?
উঃ- আম্লিক।

13. রার অঞ্চলের মাটির রং কি রকমের হয়?
উঃ- লাল।

14. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান মৃত্তিকা কি?
উঃ- পডসল মৃত্তিকা।

15. নবীন পলিমাটি কে কি বলা হয়?
উঃ- খাদার।

16. খাদার মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে?
উঃ- দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চলে।

17. ভাঙ্গর নামে পরিচিত কি ধরনের পলিমাটি?
উঃ- প্রাচীন পলিমাটি।

18. ‘পডসল’ কথার অর্থ কি?
উঃ- ধূসর বর্ণের।

আরও পড়ুন:- ভারতের সংবিধান গণপরিষদ গঠন বিস্তারিত আলোচনা করা হলো 

19. পশ্চিমবঙ্গের সর্বাধিক বালিয়াড়ি দেখা যায় কোন জেলায়?
উঃ- পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা।

20. পশ্চিমবঙ্গের কোথায় প্রায় সব রকমের মৃত্তিকা ক্ষয় দেখা যায়?
উঃ- পশ্চিম মেদিনীপুরের গনগনি।

21. কোন মৃত্তিকার ‘শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা’ নামে পরিচিত?
উঃ- লবণাক্ত মৃত্তিকা।

22. ডুয়ার্সের পার্বত্য উচ্চভূমির লোহা মিশ্রিত কাদামাটিতে কি চাষ ভালো হয়?
উঃ- চা, আনারস।

23. শান্তিনিকেতনের লালমাটি ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ কে কি বলে?
উঃ- খোয়াই।

24. পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে কি ধরনের মৃত্তিকা দেখা যায়?
উঃ- পলি মৃত্তিকা।

25. পশ্চিমবঙ্গের কোথায় বদভূমি দেখা যায়?
উঃ- গনগনি।

26. কাকে পশ্চিমবঙ্গের ‘গ্র্যান্ড ক্যানিয়ন’ বলে?
উঃ- গনগনি।

27. কোন মাটিতে ডাল ও তৈলবীজ সবচেয়ে ভালো হয়?
উঃ- লাল মাটিতে।

28. পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়?
উঃ- ক্রান্তীয় মৌসুমী।

29. সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়?
উঃ- পুরুলিয়া জেলায়।

30. ১৯০১-২০১০ সময়ে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন গড় বার্ষিক অধঃক্ষেপণ নথিভুক্ত হয়েছে?
উঃ- পুরুলিয়া।

31. ২০১৯ সালে পশ্চিমবঙ্গের যে তীব্র ঘূর্ণবাত হয়েছে তার নাম কি?
উঃ- বুলবুল।

32. বঙ্গোপসাগরে ঘূর্ণবাত গুলি কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়?
উঃ- উপগ্ৰহ চিত্র।

33. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থানের নাম কি?
উঃ- বক্সা-ডুয়ার্স।

34. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি?
উঃ- পুরুলিয়ার তোরাং।

35. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
উঃ- পুরুলিয়া।

36. ‘আশ্বিনের ঝড়’ পশ্চিমবঙ্গের কোন ঋতুতে দেখা যায়?
উঃ- শরৎকাল।

37. পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে শৈলোৎক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত হয় কোন সময়?
উঃ- বর্ষাকালে।

38. পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা কোন ঋতুতে আসে?
উঃ- শীতকালে।

39. পশ্চিমবঙ্গের শীতলতম জেলা কোনটি?
উঃ- দার্জিলিং।

40. পশ্চিমবঙ্গের কোন অংশে জলবায়ুর চরমভাবাপন্ন প্রকৃতির?
উঃ- মালভূমি অঞ্চলে।

41. পশ্চিমবঙ্গের কোন জেলায় গ্রীষ্মকালের লু প্রবাহিত হয়?
উঃ- পুরুলিয়া জেলায়।

42. মৌচাকের মতন গঠন কোন মৃত্তিকায় দেখা যায়?
উঃ- ল্যাটেরাইট মাটিতে।

43. কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভান্ডার বলা হয়?
উঃ- পলি মাটিকে।

44. হার্ডপ্যান দেখা যায় কোন মৃত্তিকায়?
উঃ- পডসল মৃত্তিকায়।

45. দক্ষিণ 24 পরগনার দক্ষিণাংশে কোন ধরনের মাটি দেখা যায়?
উঃ- লবণাক্ত মাটি।

46. পডজল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য কি?
উঃ- অম্ল ধর্মী।

47. নদিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়?
উঃ- পলি মাটি।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪

Leave a comment