WBP কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2024 শূন্যপদ 12 হাজার || West Bengal WBP Constable Recruitment Out 2024

WBP কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2024 শূন্যপদ 12 হাজার || West Bengal WBP Constable Recruitment Out 2024

 

West Bengal WBP Constable Recruitment Out 2024

WBP কনস্টেবল নতুন বিজ্ঞপ্তি 2024 শূন্যপদ 12 হাজার।

এই বছর অর্থাৎ ২০২৪ সালের শুরুতেই পুলিশের একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। এই বছরই পরপর WBP কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আবগারি দপ্তরের নতুন বের হতে চলেছে। সুতরাং সকলে জোর কদমে প্রস্তুতি চালিয়ে যাও। এই সুবর্ণ সুযোগগুলো মিস করলে পরে আফসোস করতে হবে।

ফরম ফিলাপ কবে থেকে শুরু হতে চলেছে

WBP কনস্টেবল পদে নতুন বিজ্ঞপ্তির (শূন্যপদ 12 হাজার) ফরম ফিলাপ শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। ছেলে ও মেয়ে উভই আবেদনযোগ্য। ছেলেদের মোট শূন্যপদ রয়েছে 8400 টি এবং মেয়েদের মোট শূন্যপদ রয়েছে 3600 টি।

যোগ্যতা ও বয়স:

শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই ছেলে-মেয়ে উভয়ই এই পদে আবেদন করতে পারবে। 01.01.2024 এই আরিক অনুযায়ী বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে। OBC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা বয়সের ক্ষেত্রে 3 বছর ছাড় এবং ST, SC সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা 5 বছরের ছাড় পেয়ে যাবে।

নতুন রিক্রুটমেন্ট প্রসেসের পরীক্ষা কি এটা হবে?

কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ প্রক্রিয়ার ছাড়পত্র মিলেছে মন্ত্রীসভায়। এর জন্য প্রাথমিক ও মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে কত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। পুলিশ নিয়োগের প্রক্রিয়াগুলো দ্রুত করতে এই বছর থেকে একটি মাত্র পরীক্ষা করানোর প্রস্তাব দেয়া হয়েছিল তবে, সূত্র মারফত খবর বিশেষ কিছু অসুবিধার জন্য আগের নিয়ম অনুযায়ী প্রিলি পরীক্ষা ও মেন্স পরীক্ষা অর্থাৎ দুটো পরীক্ষা নতুন রেক্রুটমেন্ট প্রসেসে ভালো থাকবে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।

পুরো রিক্রুটমেন্ট প্রসেস তাহলে কি রয়েছে?

পুলিশ কনস্টেবল এর ক্ষেত্রে 5টি ধাপে পুরো নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন হবে।

• প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বর)

• PMT & PET (শারীরিক মাপ ঝোঁক ও দৌড়)

• মেন্স পরীক্ষা (85 নম্বর)

• ইন্টারভিউ পরীক্ষা (15 নম্বর)

• ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল

আরও পড়ুন:- WBP কনস্টেবলের পুরো সিলেবাস 

প্রিলি পরীক্ষা কবে হবার সম্ভাবনা রয়েছে?

সূত্র মারফত খবর এবারের নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত হতে চলেছে। ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে ফরম ফিলাপ প্রক্রিয়ায় সম্পন্ন হতে বোর্ডের তরফ থেকে প্রিলি পরীক্ষার প্রস্তুতি নেওয়া হবে। মোটামুটি ভাবে জুন মাসে পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল।

প্রিলি ও মেন্স পরীক্ষার পুরো সিলেবাস কি রয়েছে?

প্রিলি পরীক্ষা পুরো 100 নম্বরের হবে। GK থেকে থাকবে 40টি প্রশ্ন, গণিত থেকে থাকবে 30টি প্রশ্ন, রিজনিং থেকে থাকবে 30টি প্রশ্ন। চারটি ভুল উত্তরের জন্য এক নাম্বার কাটা হবে। প্রিলিমিনারি পরীক্ষার নাম্বার মেরিট লিস্টে যোগ হবে না, শুধুমাত্র মাঠের যোগ্যতা অর্জনের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।

অপরদিকে মেন্স পরীক্ষা হবে 85 নম্বরের। GK থেকে থাকবে 25 টি প্রশ্ন, গণিত থেকে থাকবে 25 প্রশ্ন, রিজনিং থেকে থাকবে 25 টি প্রশ্ন এবং ইংরেজি থেকে থাকবে 10 টি প্রশ্ন। সময় থাকবে মাত্র এক ঘন্টা। প্রিলি ও মেন্স পরীক্ষা দুটো পরীক্ষায় MCQ ফরম্যাটে হবে। একটি প্রশ্নের জন্য চারটি করে অপশন থাকবে।

মাঠের শারীরিক মাপঝোক ও দৌড়ানোর সময় কত রয়েছে?

শারীরিক যোগ্যতা (পুরুষ):

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 167 সেমি। এছাড়া ওজন হতে হবে কমপক্ষে 57 কেজি। বুকের ছাতি না ফুলিয়ে কমপক্ষে 78 সেমি এবং ফুলে কমপক্ষে 5 সেমি বাড়াতে হবে। পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড় সম্পন্ন করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে।

শারীরিক যোগ্যতা (মহিলা):

পুলিশ কনস্টেবল এর জন্য মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে 160 সেমি। ওজন হতে হবে কমপক্ষে 49 কেজি। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় সম্পন্ন করতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে।

ফাইনাল মেরিট এ দ্বিতীয়(2nd List) তালিকা থাকবে কিনা?

বিগত দিনে দেখা গিয়েছে, পুলিশের সব প্রক্রিয়ার শেষ করে প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকার বেশ কয়েকজন তাদের যোগদান করেননি। ফলে ওই আসন ফাঁকা রেখে প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি তা এ রাতে এবার থেকে রিজার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণের সময় উত্তীর্ণ তালিকা থেকে কেউ চোখ না দিলে রিজার্ভ তালিকা থেকে সে শূন্যস্থান পূরণ করা হবে। তবে ওই তালিকা কোন ভাবেই ওয়েটিং লিস্ট হিসেবে গণ্য করা হবে না।

 

WBP Constable পরীক্ষার বিভিন্ন নোটস বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ৩

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদনদী সমূহ 

আরও পড়ুন:- পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১১

 

 

Leave a comment