ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর||Geography Questions Answers Part 5

ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর||Geography Questions Answers Part 5

Geography Questions Answers Part 5

1. এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে?:- গুজরাটের লাম্বাতে।

2. ভারতের কোথায় বিমানপোত তৈরির কারখানা আছে?:- কর্নাটকের বেঙ্গালুরু।

3. পৃথিবীর বৃহত্তম একক লোহার খনি কোনটি?:- ঝাড়খণ্ডের ঝরিয়া।

4. পৃথিবীতে অভ্র উৎপাদনে ভারতের স্থান কত,?:- প্রথম(অন্ধ্রপ্রদেশ)।

5. ভারতে কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায়?:- বিটুমিনাস।

6. সমুদ্রপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত?:- প্রতি বর্গ ইঞ্চিতে ১৪.৭ পাউন্ডের সমান।

7. দক্ষিণের ধনের ভান্ডার কোন রাজ্যকে বলা হয়?:- তামিলনাড়ু।

8. ভারতের টোপোগ্রাফিক্যাল মানচিত্র কারা তৈরি করেন?:- সার্ভে অফ ইন্ডিয়া।

9. বায়ুমন্ডলের স্তর কয়টি?:- ছয়টি।

10. কোন দুটি নদীর মিলিত হয়ে রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে?:- দ্বারকেশ্বর ও শিলাই।

11. হেক্টর প্রতি আখ উৎপাদন কোন রাজ্যে বেশি?:- তামিলনাড়ু।

12. ভারতের প্রাচীনতম পর্বত কোনটি?:- আরাবল্লী পর্বত।

13. নবীন পলি মাটিকে কি বলে হয়?:- খাদার।

14. বড় দানাযুক্ত পাললিক শিলাকে কি বলে?:-ব্রেকসিয়া।

15. সবরমতী নদীর উৎপত্তিস্থল কোথায়?:- আরাবল্লী পর্বতে।

16. মান্নার উপসাগর কোথায় অবস্থিত?:- তামিলনাড়ুর দক্ষিণ-পূর্বে।

17. ভাদর নদী কোথায় পতিত হয়েছ?:- কাম্বে উপসাগরে।

18. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?:- রাজস্থান।

19. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি?:- ইন্দিরা পয়েন্ট।

20. গোদাবরী নদীর দৈর্ঘ্য কত?:- ১৪৫০ কিমি।

21. ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত?:- বড়ো আন্দামান ও ছোটো আন্দামানের মধ্যে।

22. রাগি উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?:- কর্ণাটক।

23. নাগার্জুনসাগর প্রকল্প কোথায় অবস্থিত?:- অন্ধ্রপ্রদেশে।

24. উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুন উপত্যকার দৈর্ঘ্য কত?:- ৩৫ কিমি।

25. মাজুলী দ্বীপের আয়তন কত?:- প্রায় ১২০০ বর্গ কিমি।

26. পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?:- ১৭৫ সেমি।

27. ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই?:- হিমাচল প্রদেশ।

28. তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্প কোন রাজ্যে আছে?:- কর্ণাটক।

29. জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?:- চতুর্থ।

30. ‘NEFA’ কোন রাজ্যের পুরনো নাম?:- অরুণাচল প্রদেশ।

31. সিন্ধু নদের উপনদী কোনটি?:- শতদ্রু।

32. কোন নদীর উপর মেটুর বাঁধ আছে?:- কাবেরী।

33. হ্যালির ধুমকেতু কে আবিষ্কার করেন?:- এডমন্ড হ্যালি।

34. সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালক কে কি অনুসরণ করতে হবে?:- সমুদ্রস্রোত।

35. জোয়ারের কত সময় পর ভাটা হয়?:- 6 ঘন্টা 13 মিনিট।

36. জলভাগের পরিমাণ কোথায় বেশি?:- দক্ষিণ গোলার্ধে।

আরও পড়ুন:- ভারতের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪

37. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম কি?:- ক্রনোমিটার।

38. সমুদ্রস্রোতের অন্যতম কারণ কি?:- বায়ু প্রবাহের প্রভাব।

39. যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন কি হয়?:- সূর্যগ্রহণ।

40. পৃথিবীর বহিরাবরণকে কি বলে?:- ভূত্বক।

41. ভূপৃষ্ঠের শিলায় যে কঠিন আবরণ দেখা যায় তাকে কি বলে?:- ভূত্বক।

42. কোন দিনকে মহাবিষুব বলা হয়?:- ২১ মার্চ কে।

43. সারা বছর গ্রীষ্ম ঋতু কোথায় দেখা যায়?:- নিরক্ষীয় অঞ্চলে।

44. অধিবর্ষ কাকে বলে?:- যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ১ দিন বাড়িয়ে বছরটিকে ৩৬৬ দিন করা হয় তাকে অধিবর্ষ বলে।

45. কোন দিন সূর্যের উত্তরায়ণ শুরু হয়?:- ২১ ডিসেম্বর।

46. পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর শীতকাল?:- মেরু অঞ্চলে।

47. রূপান্তরিত শিলার উদাহরণ কী?:- মার্বেল পাথর।

48. কোন শিলায় জীবাশ্ম দেখা যাায়?:- পাললিক শিলায়।

49. লাইমস্টোন কি জাতীয় শিলা?:- জৈব পদার্থ দ্বারা গঠিত পাললিক শিলা।

50. পশ্চিমবঙ্গের একটি উপকূল সমভূমির নাম লেখুন?:- জুনপুট।

51. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীতে অবস্থিত?:- শতদ্রু।

52. পৃথিবীর সবচেয়ে বৃষ্টিবহুল স্থানের নাম কি?:- মৌসিনরাম।

53. ভারতের কোন অঞ্চলে মরু মৃত্তিকা দেখা যায়?:- রাজস্থান, গুজরাট, কাথিয়াওয়ার অঞ্চলে।

54. ভারতবর্ষের সর্বাধিক সেচ প্লাবিত রাজ্য কোনটি?:- পাঞ্জাব।

55. ভারত সরকারের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?:- পুসা ইনস্টিটিউট (দিল্লি)।

56. আখ উৎপাদনে প্রথম স্থানে আছে কোন রাজ্য?:- উত্তর প্রদেশ।

57. ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভ্র পাওয়া যায়?:- ঝাড়খন্ড।

58. সাগরসম্রাট কি?:- ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ।

59. কোন কোন রাজ্যে তুলা উৎপাদন হয়?:- তামিলনাড়, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ।

60. কোথায় ওজোন স্তরের ক্ষয় সর্বাধিক হয়েছে?:- আন্টার্কটিকায়।

61. পর্বতের ঢালে ধাপ কেটে কেটে ভূমি সংরক্ষণের পথ থেকে কি বলে?:- টেরাসিং

62. বিশ্ব উষ্ণায়নের জন্য মূলত দায়ী কোন গ্যাস?:- কার্বন ডাই অক্সাইড।

63. সেন্ট্রাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত?:- কটক।

64. গাঙ্গেয় সমভূমির সবচেয়ে উত্তরের অঞ্চল কি নামে পরিচিত?:- ভাবর।

65. High Altitude Research Centre কোথায় অবস্থিত?:- গুলমার্গ।

66. ঘানা পক্ষীনিবাস কোন রাজ্যে অবস্থিত?:- রাজস্থান।

67. সাততালি লেকটি কোন রাজ্যে অবস্থিত?:- উত্তরাখণ্ড।

68. ভারতের কোন পর্বত প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?:- আরাবল্লী।

69. দার্জিলিং-এ অবস্থিত পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম এর উচ্চতা কত?:- ২২৪৭ মিটার।

 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- মেহেড়গড় সভ্যতা 

আরও পড়ুন:- সিন্ধু সভ্যতার ইতিহাস 

Leave a comment