ভারতের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪ || Indian Geography Questions Answers Part 4

ভারতের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪ || Indian Geography Questions Answers Part 4

Indian Geography Questions Answers Part 4

1. ভঙ্গিল পর্বত গুলির নাম লেখ:- হিমালয়, আল্পস, রকি।

2. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কি?:- ভাঁজ।

3. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও?:- ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।

4. বায়ুমন্ডলের স্তর কয়টি?:-ছয়টি ।

5. সমভূমি কত প্রকার ও কি কি?:- দুই প্রকার, যথা:-ক্ষয়জাত ও সঞ্চয়জাত।

6. কোনগুলি আবহাওয়া ও জলবায়ুর উপাদান?:- বায়ুর তাপ, চাপ,প্রবাহ, আর্দ্রতআ ও বৃষ্টিপাত।

7. বর্ষাকালে কেমন বায়ু প্রভাহিত হয়?:- মৌসুমি।

8. বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ কত?:- শতকরা 1 ভাগ।

9. কোনো স্থানের ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়া কে কি বলে?:- জলবায়ু।

10. বায়ুর আর্দ্রতা কি দ্বারা পরিমাপ করা হয়?:- হাইগ্রোমিটার।

11. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি?:- দু-প্রকার- পরম আদ্রতা ও আপেক্ষিক আদ্রতা।

12. ভূগোলের শাখা কয়টি?:- ৯টি।

13. পর্বত কত প্রকার?:- চার প্রকার।

14. আয়ন বায়ু কত প্রকার ও কি কি?:- তিন প্রকার, যথা- আয়ন, পশ্চিমা ও মেরুবায়ু।

15. মৌসম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কি?:- আরবি, ঋতু।

16. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি?:- কার্বন ডাই অক্সাইড, CFC, মিথেন, নাইট্রাস অক্সাইড।

17. সাধারণত প্রতি হাজার মিটার উচ্চতায় কত তাপমাত্রা হাস পায়?:- ৬ ডিগ্রি সেলসিয়াস।

18. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে?:- এক্সোমন্ডলে।

19. কোন স্তরে ওজন গ্যাসের প্রার্থনা আছে?:- স্ট্র্যাটোস্ফিয়ার।

20. নিরক্ষরেখার অক্ষাংশ কত?:- ০ ডিগ্ৰি।

আরও দেখুন:- ভারতের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট 3 

21. সুমেরুর অক্ষাংশ কত?:- ৯০ ডিগ্রী।

22. কুমেরুর অক্ষাংশ কত?:- ৯০ ডিগ্রি।

23. কর্কটক্রান্তি কত ডিগ্রী?:- ২৩.৫° উত্তর।

24. মকরক্রান্তি কত ডিগ্রি?:- ২৩.৫ ডিগ্রী দক্ষিণ।

25. সুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?:- ৬৬.৫ ডিগ্ৰি উত্তর।

26. কুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রীকে?:- ৬৬.৫ ডিগ্ৰি দক্ষিণ।

27. বিষুবরেখাকে কি বলে?:- মহাবৃত্ত।

28. নিম্ন অক্ষাংশ কত ডিগ্রী?:- ০-৩০ ডিগ্ৰি।

29. মধ্য অক্ষাংশ কত ডিগ্রী?:- ৩০-৬০ ডিগ্ৰি।

30. দ্রাঘিমা রেখার অপর নাম কি?:- মধ্যরেখা।

31. মূল মধ্যরেখার মান কত?:- ০ ডিগ্রী।

32. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে?:- যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ।

33. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশে সমান?:- ১/৬ ডিগ্রি অংশের।

34. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমা কত?:- ০ ডিগ্ৰি।

35. কয়টি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়?:- দুটি- স্থানীয় সময়ের পার্থক্য ও গ্ৰিনিচের সময়ের পার্থক্য।

36. ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত?:- ৪ মিনিট।

37. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?:- ক্রোনোমিটার ঘড়ি।

38. গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কি সময় ধরা হয়?:- প্রমাণ সময়।

39. কোনো স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?:- ১৮০ ডিগ্ৰি।

40. আন্তর্জাতিক তারিখ রেখা কোন ভাগের উপর দিয়ে গেছে?:- জলভাগ।

41. কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে?:- প্রশান্ত মহাসাগর।

42. পৃথিবীর আবর্তন গতি কে কোন গতি বলে?:- আহ্নিক গতি।

43. পরিক্রমণ গতিকে কোন গতি বলে?:- বার্ষিক গতি।

44. পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কি বলে?:- সৌর দিন।

45. কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের পরিবর্তন হয়?:- আহ্নিক গতি।

46. জোয়ারভাটা কেন সংঘটিত হয়?:- আহ্নিক গতির ফলে/চাঁদের আকর্ষণ।

47. চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে কত দিনে?:- ২৭ দিনে।

48. কোন বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে আহ্নিক গতি প্রমাণ দেন?:- ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ খ্রিস্টাব্দে।

49. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?:- শব্দতরঙ্গ।

50. শব্দতরঙ্গ প্রতি সেকেন্ডে জলের মধ্যে দিয়ে কত মিটার যায়?:- ১,৫৭৫ মিটার।

51.মহীসোপানের গড় প্রশস্ততা কত?:- ৭০ কিমি।

52. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?:- ফ্যাদোমিটার।

53. পৃথিবীর গভীরতম খাতের নাম কী?:- মারিয়ানা খাত।

54. সমুদ্রস্রোতের প্রধান কারণ কি?:- বায়ুপ্রবাহ।

55. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত?:- সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রিস্টাব্দ।

56. সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত?:- ১৯০০-বর্তমান।

57. মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা?:- 75 ভাগ।

58. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলে?:- দোয়াব।

59. যমুনা নদীর উপনদী কোন নদী?:- তিস্তা ও করতোয়া।

60. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি?:- সিন্ধু নদের গিরিখাত।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

Leave a comment