পরিবেশ শিক্ষা প্রশ্ন ও উত্তর পার্ট ২৯||Primary TET Environmental Science Practice Set 29

পরিবেশ শিক্ষা প্রশ্ন ও উত্তর পার্ট ২৯||Primary TET Environmental Science Practice Set 29

Primary TET Environmental Science Practice Set 29

1. জল দূষণের কারণে হয়:- ডাইরিয়া।

2. একটি বাগান চাষের উদাহরণ হল: – চা।

3. কোন বাস্তুতন্ত্রের সর্বাধিক জৈববস্তু রয়েছে?:-অরণ্যের বাস্তুতন্ত্র।

4. ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম লেখ?:-জিম করবেট।

5. বন্যপ্রাণী সপ্তাহ কবে পালিত হয়?:-১লা অক্টোবর থেকে ৭ ই অক্টোবর পর্যন্ত।

6. ২রা ফেব্রুয়ারি, আমরা বিশ্ব জলাভূমি দিবস পালন করি। এরপরে কোন বছরে রামসার কনভেনশন স্বাক্ষরিত হয়?:-১৯৭১সালে।

7. একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও:- একটি পুকুরের বাস্তুতন্ত্র।

8. জলজ প্রাণী কিসের মাধ্যমে শ্বাস নেয়?:-ফুলকা।

9. বাসেল সম্মেলন কিসের সাথে সম্পর্কিত?:-বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল।

10. DDT এবং অ্যালুমিনিয়াম ক্যান কিসের উদাহরণ?:-নন-বায়োডিগ্ৰেডেবল দূষণকারী।

11. রাইজোবিয়ামের কিসের সাথে মিথো জৈবিক সংশ্লেষ রয়েছে?:- শিম্ব গোত্রীয় উদ্ভিদের সাথে।

12. কোন প্রজাতির উদ্ভিদ থেকে বায়োডিজেল পাওয়া যায়?:-জ্যাট্রোফা।

13. পশ্চিমবঙ্গের প্রধান ফসল গুলির নাম লেখ?:- ধান, পাট এবং চা।

14. বাস্তুতন্ত্রের সাথে প্রজাতির ক্রিয়াকলাপ এর গঠনকে একত্রে কী বলে?:- নিচ।

15. মানবদেহে যে ছত্রাক গঠিত রোগটি প্রায়শই দেখা যায় তার নাম কি?:- দাদ।

16. শীতল মরুভূমির উদাহরণ কি?:-নুবরা উপত্যকা, লাদাখ, স্পিতি উপত্যকা।

17. রেফ্রিজারেশন কি দ্বারা খাদ্য সংরক্ষণের সাহায্য করে?:-জৈব রাসায়নিক বিক্রিয়ার হার হ্রাস করে।

18. ফারাক্কা ব্যারেজ কেন নির্মাণ করা হয়েছে?:-হুগলি নদীতে জলপ্রবাহ বাড়াতে।

19. কোন রঞ্জক অতিবেগুনি রশির ক্ষতি থেকে উদ্ভিদকে রক্ষা করে?:-ক্যারোটেনয়েডস।

20. একটি অভ্যন্ডরীণ জলাভূমির উদাহরণ হল:- অশ্বক্ষুরাকৃতি হ্রদ।

21. মানবদেহের সবচেয়ে শক্ত অঙ্গটির নাম কী?:- দন্ত এনামেল।

22. একটি______হল পৃথিবীর তলদেশে গভীর এবং বিশাল অবভূমি, বিশেষত এটি জলভরা অবভূমি।:- মহাসাগর।

23. সবুজে বিপ্লব প্রাথমিকভাবে লক্ষ্য করে:-উচ্চ ফলনশীল জাতের মাধ্যমে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করা।

24. আদা কিসের পরিবর্তিত রূপ?:-কান্ড।

25. একটি সম্মানিত পরিবেশ বিজ্ঞান হিসেবে EVS অধ্যয়নের তাৎপর্য কি?
A) প্রাকৃতিক এবং সামাজিক সংস্কৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হওয়া।
B) সকল কর্মকান্ডে অংশগ্রহণ করতে পারা।
C) তত্ত্বের পাশাপাশি ব্যবহারের ক্ষেত্রে A+ কর করা।
D) ভাষার চেয়ে বিজ্ঞান শেখা বেশি উপভোগ করা।
উঃ-A) প্রাকৃতিক এবং সামাজিক সংস্কৃতিক পরিবেশ সম্পর্কে সচেতন এবং পারস্পরিক সম্পর্ক স্থাপন করতে সক্ষম হওয়া।

26. নিচের কোনটি প্রাথমিক বিদ্যালয় ইভিএস শিক্ষার অন্যতম উদ্দেশ্য স্থাপন করে?
A) প্রযুক্তিগত পরিভাষা এবং সংজ্ঞা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা।
B) ইভিএস সম্পর্কিত প্রযুক্তিগত পরিভাষাগুলি মূল্যায়ন করা।
C) তাদের জ্ঞান প্রসারিত করতে তাদের পড়া উচিত এমন বই সম্পর্কে শিক্ষার্থীদের জানানো।
D) বহির্বিশ্বের সাথে স্কুলে শিক্ষার্থীদের অভিজ্ঞতা সংযুক্ত করা।
উঃ-D) বহির্বিশ্বের সাথে স্কুলে শিক্ষার্থীদের অভিজ্ঞতা সংযুক্ত করা।

27. প্রাথমিক স্তরে একটি ভালো ইভিএস পাঠক্রমের বৈশিষ্ট্য কি?
A) নতুন পণ্য উদ্ভবনে শিক্ষার্থীদের নিযুক্ত করা।
B) জ্ঞান অর্জনে মনোযোগ দেওয়া।
C) শিক্ষার্থীদের সামাজিক মানসিক দক্ষতা বিকাশ করা।
D) শিক্ষার্থীদের জীবিকা অর্জনে সহায়তা করা।
উঃ-C) শিক্ষার্থীদের সামাজিক মানসিক দক্ষতা বিকাশ করা।

28. প্রাথমিক পর্যায়ে ভালো ইভিএস পাঠক্রমে কি হওয়া উচিত?
A) শেষ অনুশীলনে আরো অনুশীলন প্রশ্ন অন্তর্ভুক্ত করা।
B) পারিপার্শ্বিক অন্বেষণ করার সুযোগ প্রদান করা।
C) ধারণার বিস্তারিত ব্যাখ্যার উপর আরো দৃষ্টিবদ্ধ করা।
D) পদের সঠিক সংজ্ঞার উপর আরো জোর দেওয়া।
উঃ-B) পারিপার্শ্বিক অন্বেষণ করার সুযোগ প্রদান করা।

29. যখন একজন EVS শিক্ষক শিক্ষার্থীদের শেখার গভীরতা সম্পর্কে জানতে যে কোনও পদটির সাহায্যে তথ্য নথিভুক্ত করেন। তখন সেটি কি নামে পরিচিত হয়?
A) শিক্ষার জন্য মূল্যায়ন।
B) শিক্ষা হিসেবে মূল্যায়ন।
C) শিক্ষার মূল্যায়ন।
D) শিক্ষা থেকে মূল্যায়ন।
উঃ-C) শিক্ষার মূল্যায়ন।

30. ইভিএস-এর উপ প্রতিপাদ্য বিষয় animal জীববিজ্ঞানের অন্তর্গত এবং প্রতিপাদ্য বিষয় ট্রাভেল সামাজিক বিজ্ঞানের অন্তর্গত। এটি EVS এর _____ এর ইঙ্গিত দেয়।
A) প্রাসঙ্গিক।
B) যৌগিক।
C) না ঠিক না ভুল।
D) মূল্যবান।
উঃ-B) যৌগিক।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- English Pedagogy Practice Set 13

Leave a comment