WBPSC Clerkship Practice 20 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice 20 | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set 20: পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস অনুযায়ী জেনারেল নলেজ প্র্যাকটিস সেট। এগুলি থেকে কমন আসার সম্ভাবনা আছে।

WBPSC Clerkship Practice 20

WBPSC Clerkship Practice Set: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তাই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে Exam Preparation Bengali ফ্রি প্র্যাকটিস সেটের আয়োজন করেছে। Exam Preparation Bangali -র এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ‘WBPSC Clerkship Practice Set’ আপলোড করা হচ্ছে। Exam Preparation Bangali আয়োজিত WBPSC Clerkship Practice Set -এ অংশগ্রহণ করে নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে আজ থেকে এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।

WBPSC Clerkship Practice Set 20

1. মিডনাইট চিল্ড্রেন বইটির রচয়িতা কে?

উঃ- সালমান রুশদি।

2. ভারতের সেনাবাহিনীর প্রধান কে?

উঃ-মনোজ পান্ডে।

3. নবকুমার কবিরত্ন কোন লেখকের ছদ্মনাম?

উঃ- সত্যেন্দ্রনাথ দত্ত।

4. বিখ্যাত বাংলা চরিত্র ব্যোমকেশ এর স্রষ্টা কে?

উঃ- শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।

5. কাশী ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উঃ- উওরপ্রদেশ।

6. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?

উঃ- মেছো বিড়াল।

7. ধন্বন্তরি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উঃ- চিকিৎসা বিজ্ঞান।

8. কোষের তড়িচ্চালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?

উঃ- পোটেনসিওমিটার।

9. খানুয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

উঃ- ১৫২৭ সালে।

10. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে?

উঃ- কৃষ্ণ কুমার মিত্র।

11. তড়িৎশক্তির ব্যবহারিক এককের নাম কি?

উঃ- কিলোওয়াট/ঘন্টা।

12. পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের দায়িত্বে কে থাকে?

উঃ- রাজ্য নির্বাচন কমিশন।

13. হাতিগুম্ফা লেখ থেকে কোন ব্যক্তির সম্পর্কে জানা যায়?

উঃ- কলিঙ্গরাজ খারবেল।

14. আল্পস পর্বতমালা কোন স্থানে অবস্থিত?

উঃ- ইউরোপ।

15. আখের বিজ্ঞানসম্মত নাম কি?

উঃ- স্যাকারাম অফিসিনারাম।

16. কোন তারিখে কর্কট সংক্রান্তি হয়?

উঃ- ২১ শে জুন।

17. জাঁতিটি কোন শ্রেণীর লিভারের উদাহরণ?

উঃ- দ্বিতীয় শ্রেণীর।

18. আড়াই দিনকা ঝোপড়া ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উঃ- রাজস্থান।

19. ভিটামিন-E এর রাসায়নিক নাম কি?

উঃ- টোকোফেরল।

20. ইনসেলবার্গ কিসের দ্বারা সৃষ্ট একটি ভূমিরূপ এর উদাহরণ?

উঃ- বায়ু দ্বারা।

21. ভারতবর্ষের প্রথম জাতীয় জরুরি অবস্থা কত সালে ঘোষিত হয়?

উঃ- ১৯৬২ সালে।

22. জিতু রায় কোন খেলার সাথে যুক্ত?

উঃ- শুটিং খেলার সাথে যুক্ত।

23. পাঁচমারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?

উঃ- মধ্যপ্রদেশ।

24. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?

উঃ- লর্ড ডাফরিন।

25. কুইক লাইন বা পোড়া চুনের রাসায়নিক নাম কি?

উঃ- ক্যালসিয়াম অক্সাইড।

 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

Leave a comment